ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

কনের বাড়ি পর্যন্ত যাওয়া হলো না বরের

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
কনের বাড়ি পর্যন্ত যাওয়া হলো না বরের

মৌলভীবাজার: বর সেজে ঢাক ঢোল পিটিয়ে কনের বাড়ি যাচ্ছিলেন মুন্না গড় (২২)। কিন্তু পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

বিয়ের সাজানো গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুন্না।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। মুন্না গড় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে।

বরযাত্রী অবিনাশ জানায়, বুধবার বিকেল ৫টায় রাজকী চা বাগানের গড় লাইনে মুন্নার বাড়ি থেকে ৭০ জন বরযাত্রী নিয়ে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের বাড়ির দিকে রওনা দেন। সম্পদের মেয়েকে বিয়ে করার কথা ছিল মুন্নার। রাত সাড়ে ৯টায় কনের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার আগে মাধবপুর চা বাগান এলাকায় পৌঁছার পর বরের গাড়িদাঁড় কিয়ে কেনাকাটা করছিলেন মুন্নার আত্মীয়রা। মুন্না এ সময় সবার সঙ্গে কথাবার্তাও বলেন। বিশ মিনিট বিরতির পর ফের বরযাত্রা শুরু হলে মুন্না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়।

জ্ঞান না ফেরায় পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।   মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।

হবু বরের মৃত্যুর সংবাদ কনের বাড়ি পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। হবু বধুর পিতা-মাতা বার বার মুর্ছা যাচ্ছিলেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সাজেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের এখানে আনার পর মুন্নার পালস, শ্বাস-প্রশ্বাস সব বন্ধ পাই।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫                                           
বিবিবি/এমজে           

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।