যশোর: অবশেষে তত্ত্বাবধায়ক পেতে যাচ্ছে যশোর জেনারেল হাসপাতাল। আড়াই মাস ভারপ্রাপ্ত নিয়ে চলা ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক্তার মো. হুসাইন শাফায়াত।
আগামী ১০ মার্চ ডাক্তার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে বৃহস্পতিবার (০৬ মার্চ) উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডাক্তার হুসাইন সাফায়াতের পদায়নের আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে নতুন তত্ত্বাবধায়ককে আগামী ১১ মার্চের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যশোর জেনারেল হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশীদকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক পদে বদলি করা হয়। তিনি হাসপাতাল থেকে বিদায় নিয়েছিলেন ২৯ ডিসেম্বর। সেসময় থেকে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডাক্তার হিমাদ্রি শেখর সরকার। যদিও তিনি আয়ন ও ব্যয়ন ক্ষমতার অধিকারী নন।
সে কারণে হাসপাতালের রুটিন কাজ ছাড়া আর্থিক কোনো কাজই তিনি করতে পারছিলেন না। এতে হাসপাতালে কর্মরতদের বেতন-ভাতা ও আসন্ন ঈদুল ফিতরের বোনাস প্রাপ্তি অনিশ্চয়তার মুখে পড়ে। নতুন তত্ত্বাবধায়ক নিয়োগের পর সে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ০৬ মার্চ ২০২৫
এসএইচ