ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
জয়পুরহাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বেপরোয়া মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার হেরাকুলা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন (৩৫) ও কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫)।  

রানা চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ইফতারের পূর্ব মুহূর্তে নিশ্চিন্তা থেকে ইটাখোলা যাওয়ার পথে মুন্দাইল এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাকে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।