নাটোর: নাটোরে বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকালে বাগাতিপাড়ার দয়ারামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম লালপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মাহমুদা শারমীন নেলী বাংলানিউজকে জানান, নাটোর সদর উপজেলার কামারদিয়া রাজাপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইছাব মিয়া অভিযোগ করেন তিনি সহ এলাকার প্রায় ৩০ জন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বিনিয়োগে মুনাফার প্রলোভন দেখিয়ে ১ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন জাহাঙ্গীর আলম।
পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়ার দয়ারাপুর গ্রামের জনৈক আব্দুর রবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সেই বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরএ