ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সড়কের কাজে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো ৭ মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
সড়কের কাজে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো ৭ মরদেহ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়কের মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহ বের হয়ে এসেছে।

উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। কর্মরতরা মহাসড়কের জন্য অধিগ্রহণ করা ভূমি থেকে মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহ দেখতে পান। পরে সেগুলো উত্তোলন করে অন্যত্র নিয়ে কবরস্থ করা হয়।

রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসড়কের জন্য অধিগ্রহণ করা ভূমিতে কবরস্থানের কিছুটা জায়গা পড়েছে। ফলে মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহের মাংস ঝরে যাওয়া কঙ্কাল বের হয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে  সেগুলো অন্যত্র নিয়ে দাফন করা হয়।

এদিকে, মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহ বের হয়ে আসার ঘটনা দেখতে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। এর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।