ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামের এক পথচারী নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় ওই ব্যক্তিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা আবির হোসেন বাংলানিউজকে জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া এলাকায় আক্তার হোসেনের স্থানীয় বাড়ি। সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে কুনিপাড়া দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ নির্মাণাধীন পাঁচতলার একটি ভবন থেকে তার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।