ঢাকা: ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ১৩টি ভাষায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দূতাবাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, ভিডিওচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা।
বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় অংশে ছিল একটি বর্ণাঢ্য বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ১৩টি দেশের নিজ নিজ ভাষায় স্বতন্ত্র পরিবেশনা হয়।
রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন আলোচনা সভার শুরুতে সব ভাষা শহীদ এবং জুলাই আন্দোলনের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, যে ভাষা আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বীজবপন করা হয়েছিল।
তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময় যুবসমাজের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক পটভূমি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে এর তাৎপর্য উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, এই উদযাপন কেবল আমাদের মাতৃভাষাকেই স্বীকৃতি দেয় না বরং বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিকালে দূতাবাসে ১৩টি দেশের ভিন্ন ভিন্ন ভাষায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে ভারত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, জাপান ও বাংলাদেশের শিল্পীরা নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন।
বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস পরিবারের সদস্যদের কণ্ঠে ভাষা আন্দোলনের বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধানসহ প্রায় ৪০টি দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ীসহ মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তি, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাস পরিবারের সদস্যসহ ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি, স্থানীয় ‘ইয়াঙ্গুন আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে’র সঙ্গে যৌথভাবে দূতাবাস একটি স্কুল প্রোগ্রামের আয়োজন করে যেখানে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা সম্পর্কে সচেতনতা তৈরি করতে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রদূত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
টিআর/আরএইচ