ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় ফাঁসলেন সাবেক এমপি শাহে আলম তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
দুদকের মামলায় ফাঁসলেন সাবেক এমপি শাহে আলম তালুকদার

ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রীর নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শাহে আলম তালুকদার পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে এক কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং ও তা নিজের দখলে রাখেন।

নিজের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে জমা ও উত্তোলনসহ মোট ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে শাহে আলমের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

দুদকের মহাপরিচালক জানান, শাহে আলম তালুকদার এর স্ত্রী আতিয়া আলম মিলির ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রতীয়মান হয়েছে।

তার নামে আরও সম্পদ রয়েছে কি না, তা যাচাই এবং সম্পদের উৎসগুলোর সঠিকতা যাচাই করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে বরিশাল–২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করে জনতা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।