ঢাকা: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় অভিযুক্তরা যেন দায়মুক্তি না পায়। এই অভিযুক্তদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ দিন জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো, একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহির মুখোমুখি হওয়া। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনও না ঘটতে পারে, তা নিশ্চিত করা।
তিনি বলেন, আমার কার্যালয় এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, আমার অফিস একটি সময়সীমার মধ্যে থেকে তদন্ত করেছে। তবে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করা প্রয়োজন।
হাইকমিশনার বলেন, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা এ লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাদের সহায়তায় পাশে থাকব।
এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার জানান, অভ্যুত্থানে যেসব লোক নিহত হয়েছেন, তাদের বেশির ভাগ শটগানের গুলিতে নিহত হয়েছেন। তারা বেশির ভাগই যুবক।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
টিআর/এমজেএফ