যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা জানা যায়নি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগেরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর গ্রামের অধিবাসীদের ওপর হামলার জেরে আজকের এ ঘটনা বলে দাবি স্থানীয়দের।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিয়ামুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে ছুটে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানও। তিনি বিবদমান দুই গ্রামের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।
ঘটনার সুযোগ নিয়ে কেউ যাতে নিরীহ কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ না করেন সে ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মাস্টার মিজানুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার, আওয়ামী লীগ নেতা ও বাহিনী প্রধান আনিসুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা দুটি মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর আক্রমণ করে। গ্রামবাসীকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদলের তিনজন নেতা এবং বিএনপির একজন কর্মী গুরুতর আহত হন।
এলাকাবাসী বলেছেন, ওই ঘটনার জেরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হৈবতপুর গ্রামের মানুষ সংঘবদ্ধভাবে আব্দুলপুর গ্রামে হামলা চালায়। মঙ্গলবারের হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে আজ তাদের কয়েকজনের বাড়িতেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির রাজু। সন্ত্রাসী আনিসুর মেম্বারসহ ওই মামলায় আসামি করা হয়েছে ২০ জনকে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ