ঢাকা: আন্দোলনরত বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের দাবি নিয়ে আলোচনা হবে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খাদ্য অধিদপ্তরের সড়কের সামনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
বিকেলে স্বরাষ্ট্রসচিবের কাছে স্মারকলিপি জমা দিতে এবং কথা বলতে সচিবালয়ে যায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি প্রতিনিধিদল। সমন্বয়ক মাহিন সরকার তাদের সঙ্গে ছিলেন।
মাহিন সরকার উপস্থিতদের উদ্দেশে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের দাবিগুলোর প্রতি ইতিবাচক। তাদের বিষয়টি দেখার জন্য, আমাদের একটি স্মারকলিপি সংস্কার কমিশনের কাছে পাঠানো হবে। যদি কমিশনের এখতিয়ার না থাকে, তাহলে এর জন্য অতিরিক্ত একটি কমিটি গঠন করে দেবে।
সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছেন বিডিআর সদস্যরা। তাদের বিষয় নিয়ে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য কমিশন কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, ছাত্র প্রতিনিধিসহ আমরা যে দলটি সচিবালয়ে গিয়েছিলাম, আমাদের সঙ্গে বিষয়গুলো (দাবি) নিয়ে আগামী সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা কথা (বৈঠক করবেন) বলবেন। সে পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
মাহিন বলেন, সরকারের সব উপদেষ্টা আপনাদের প্রতি সহানুভূতিশীল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সব নেতা আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে মামলার আসামি হওয়া কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। মঙ্গলবার তারা শহীদ মিনারে সমাবেশ করেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা ভবনের সামনে আসেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। সেখানে বিপুল পরিমাণ পুলিশের বাধার মুখে পড়েন। এরপরও তারা সামনে যেতে গেলে পুলিশ জলকামান ব্যবহার করে। কিন্তু তারা জলকামান পেরিয়ে সচিবালয় এলাকায় আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএমআই/আরএইচ