ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র উপদেষ্টা দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন। সেখান থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যাবেন। ওমানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।
এদিকে জানা গেছে, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্করের যোগ দিচ্ছেন। সে সময় সাইড লাইনে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বৈঠক হতে পারে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
টিআর/জেএইচ