নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ৮ পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সেকেন্দার আলী জানান, তার দুটি সেমিপাকা টিনশেড ঘরসহ মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলামেরও সমপরিমাণ ক্ষতি হয়েছে। মকছেদ আলীর ছেলে বাদশা মিয়ার পরিবার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন। একইভাবে মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল কাদের ও তার সন্তানদের সাতটি শোবার ঘর, দুটি রান্নাঘর, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি গরু আগুনে পুড়ে গেছে। এতে তাদেরও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, ‘আগুনের ভয়াবহতায় আটটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ’
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএ