ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

অনিয়মের অভিযোগ: সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
অনিয়মের অভিযোগ: সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিলেট: পাথর কোয়ারি ইস্যুতে অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার (ক্লোজড) করা হয়। এরমধ্যে দুজন করে এসআই ও এএসআই এবং ৯ জন কনস্টেবল রয়েছেন।

প্রত্যাহার হওয়া ১৩ পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কেটে পাথর উত্তোলন করা হয়। টিলার পাথরবাহী গাড়ি থেকে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ওঠে। এর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণে ক্লোজড করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ফেব্রুয়ারি ১১, ২০২৫
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।