ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন দাবিতে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে।

শ্রমিক ও এলাকাবাসী জানায়, মাওনা বাজার এলাকায় ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক সড়ক অবরোধ করে। ওই সড়কের কিছু অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানার কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান,  শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে। তবে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫ 
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।