ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: জামালপুরে গ্রেপ্তার ১২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ডেভিল হান্ট: জামালপুরে গ্রেপ্তার ১২  প্রতীকী ছবি

জামালপুর: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে জামালপুরে সাত উপজেলায় আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগ কর্মী মো. সাইদুর রহমান (৪৭)। সরিষাবাড়ীর উপজেলার ডোয়াইল ইউনিয়নের ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন (৩০)। ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হুমায়ুন রশিদ ওরফে দুলাল মিয়া (৪৫), পলবান্ধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাজেদুল ইসলাম খান ওরফে শামীম (৩৫) ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. তানজিল হোসেন (২৫)। মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ (৫৭), সিধুলী ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আলম হোসেন (৩২), ০৬ নম্বর আদারভিটা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মোহাম্মদ আমেজ উদ্দিন (৪২)। মেলান্দহ উপজেলার যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. সুজাউল হক সুজন ফারাজী (৩৪)। দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম কাজী (৬৫) ও উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. সুলতান (৫৪)। বকশীগঞ্জ ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. গোলাম রব্বানী (৩৩)।  

এ প্রসঙ্গে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো আইনশৃঙ্খলা বাহিনী গত সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ১২ আওয়ামী লীগ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা এবং  সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।