ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মুগদায় চুরির অপবাদ দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
মুগদায় চুরির অপবাদ দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ওপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

নিহত আয়েশা বেগমের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীরা তাকে চুরির অভিযোগে পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

বুধবার (১২ ফেরুয়ারি) মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, গত রাতে পুলিশ মুগদা হাসপাতাল থেকে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা আয়েশাকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, নিহতের মেয়ে রুমী আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ার চড় গ্রামে। তার বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তার মা আয়েশা বেগম মুগদা মান্ডা প্রথম গলি চাঁন মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

রুমী আক্তার আরও জানান, কিছুদিন আগে মানিকনগর প্রফেসার গলির এক বাসা থেকে একলাখ টাকা চুরি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে তিনি গত ৯ ফেব্রুয়ারি ওই বাসায় যান। ওই বাসার কয়েকজন বাসিন্দা, যাদের মধ্যে ছিল লাকি, পপি, সাথী ও পাপিয়া নামে কয়েকটি বোন, তাকে সন্দেহ করে। তারা রুমীকে বলেন, তোমাকেও সন্দেহ হয় তোমাকেও আমরা চালপড়া খাওয়াবো। পরবর্তী দিনে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি দুপুরে আয়েশা বেগম ওই বাসায় গেলে, তারা তাকে পিটিয়ে আহত করে। এতে আয়েশা বেগম গুরুতর আহত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এবং তারা অভিযুক্তদের বিচার দাবি করেছেন। পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।