ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানে আহত ১৩৫২৯, গ্রেপ্তার ১১৭০২: জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
অভ্যুত্থানে আহত ১৩৫২৯, গ্রেপ্তার ১১৭০২: জাতিসংঘ

ঢাকা: জুলাই অভ্যুত্থানে ১৩ হাজার ৫২৯ জন আহত হয়েছেন। আর গ্রেপ্তার হন ১১ হাজার ৭০২ জন।

জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বুধবার (১২  ফেব্রুয়ারি) জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মারা গেছেন তাদের ৬৬ শতাংশ মারা যান মিলিটারি রাইফেলের গুলিতে। ১২ শতাংশ মারা যান শটগানের গুলিতে, ২ শতাংশ পিস্তলের গুলিতে, ২০ শতাংশ মারা যান অন্যান্য ভাবে।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দল তদন্তের লক্ষ্যে ২৩০ জনের সাক্ষাৎকার গ্রহণ করেছে। ১৫৩টি ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণ করে। ১ হাজারেরও বেশি ছবি, ভিডিও, রেকর্ড, ফাইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করেছে। এ ছাড়া ৯৫৯টি ই-মেইল রিসিভ করেছে তদন্ত দল। এসবের ওপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্রআন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।