শেরপুর: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজন হলেন- একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আকরাম হোসেন (৪২) ও একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে আব্দুল হানিফ (৪৫)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক আকরাম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারই কৃষিশ্রমিক হানিফ। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস