শরীয়তপুর: এবার শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল 'শেখ এর বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা। ' ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, ডিভাইসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রোববার দুপুরে 'শরীয়তপুর জেলা ছাত্রলীগ' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওতে ছাড়া হয়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির মাঠের পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কটির প্রবেশ পথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ওপরের ডিজিটাল স্ক্রিনে শেখ এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা' লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি গতকাল রোববার আনুমানিক দুপুর ৩টার দিকে 'শরীয়তপুর জেলা ছাত্রলীগ' নামের আইডি থেকে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত অন্তত ৯ হাজারের বেশি ভিউ হয়েছে। এছাড়াও ভিডিও ৫৯ বার শেয়ার হয়েছে, ২৯০টি রিয়্যাক্ট ও ৫৯জন মানুষ মন্তব্য করেছে।
এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ডিসি স্যারের তত্ত্বাবধানে থাকা একটি পার্ক। অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে আসা মাত্রই ডিভাইসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
আরএ