ঢাকা: গণ অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে নাচতে দেখা গেছে।
গত ২৭ আগস্টের তার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে জুলাকারনাইন ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নাচটা ঠিক পছন্দ হইলো না। ’
জুলকারনাইন সায়ের আরও লিখেছেন, ‘আপনারা যারা মাইনষ্যের পরিবারের ছবিটবি লইয়্যা টানেন, সেসব করবেন একটু সাবধানে। Consequence বইল্যা একটা ব্যাপার কিন্তু আছে, বেশি কুল হইতে গিয়া নিজের ...। ’
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এমজে