ঢাকা: ২০২৫ সালে ২০১৩ সালকে ফেরানোর চেষ্টা না করতে সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই বার্তা দেন।
হাসনাত লিখেছেন, ‘২০২৫ এ এসে ২০১৩ ফেরানোর চেষ্টা করবেন না। সাবধান। ’
ধর্ষণের বিচারসহ বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠনের একদল নেতাকর্মী রাজধানীতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন। এই পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এতে পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হন।
অন্যদিকে বামপন্থীদের আরেকদল নেতাকর্মীর ভিন্ন কর্মসূচিতে দেখা গেছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে। জুলাই অভ্যুত্থানে গণহত্যার সময় লাকি আক্তারকে দৃশ্যপটে দেখা যায়নি। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি মঙ্গলবার আকস্মিক আবির্ভূত হয়েছেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এই প্রেক্ষাপটেই হাসনাত পোস্টটি দিলেন।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এএইচ/এমজে