ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বড় রদবদল হলো পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বড় রদবদল হলো পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বাংলাদেশ পুলিশ

ঢাকা: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল করেছে সরকার।

পুলিশের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

তারা সবাই অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া ২০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নয়জন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।