ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ডাকাতের হাতে নারী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
কলাপাড়ায় ডাকাতের হাতে নারী খুন

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় গভীররাতে ডাকাত দলের হাতে শাহনাজ পারভীন লাকি (৫০) নামে এক নারী খুন হয়েছেন।

এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) গভীররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, রাতে ওই নারী নিজেদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহআলম তাদের বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তিনি হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাকিকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা ছুটে সেখানে গিয়ে দেখেন লাকি মারা গেছেন।  
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।