ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
নাটোরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ প্রতীকী ছবি

নাটোর: নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতনে পারভিন বেগম (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাতিয়ান্দহ বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক তার স্ত্রী পারভীন বেগমকে প্রায়ই মারধর করতেন। গত সপ্তাহে পারভীনকে তার স্বামী মারধর করলে পারিবারিকভাবে সমাধান করেন স্বজনরা।

পরিবারের দাবি রোববার দুপুরে ফের তাকে মারধর করা হয়। এতে পারভীন অসুস্থ হলে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।