ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফিঙ্গার প্রিন্টে এনআইডি চান পর্দানশীন নারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ফিঙ্গার প্রিন্টে এনআইডি চান পর্দানশীন নারীরা ফিঙ্গার প্রিন্টে এনআইডি’র দাবিতে যশোরে মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা

যশোর: চেহারার পরিবর্তে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার দাবি জানিয়েছেন পর্দানশীন নারীরা।  

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘পর্দানশীন নারীদের এনআইডি না দেয়া মানবতাবিরোধী অপরাধ’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন ১৬ বছর ধরে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত নারীরা।

যশোর জেলা পর্দানশীন মহিলা আঞ্জুমান নামের একটি সংগঠনের ব্যানারে বেলা ১১টায় যশোর কালেক্টরেট চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার বহন করেন। তারা যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পর্দানশীন অনেক নারী ছবি তোলার বাধ্যবাধকতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে এনআইডি প্রদানের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল যশোর জেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।