ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় শত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় জাহিদ (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিবির বাগিচা ছাপরা মসজিদ সংলগ্ন বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে যাত্রাবাড়ি বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকায় ভাড়া থাকেন। তাদের ঘরে দুই ছেলে মেয়ে রয়েছে।  

তিনি আরও জানান, তার স্বামী বিয়ের আগে এলাকায় জুয়া খেলত, বাজে নেশা করত এবং খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করত। কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে অটোরিকশা চালাত। রাতে উজ্জ্বল নামে পূর্ব পরিচিত একজন তার স্বামীকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। পরে বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে উজ্জ্বলের সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা জানাতে পারেন নাই।

এদিকে যাত্রাবাড়ী বিবির বাগিচার পাশেই সুতি খালপাড় এলাকায় জাহিদ নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা ও গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদের দাবি, ছিনতাইকারীদের গুলিতে তিনি আহত হয়েছেন।  

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। তবে লোকমুখে শোনা যাচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে।

এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা যায়। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পায়ে গুলি লেগেছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।