মেহেরপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। একটি ওয়ার্কসপে আগুন দেয়ায় কয়েকটি মোটরসাইকেল ভস্মিভূত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন একই উপজেলার চরগোয়াল গ্রামের সাহাদত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রামনগর গ্রামের মিরা ইসলাম একটি নতুন ট্রাক্টর কেনায় তা চালিয়ে তার ছেলে চরগোয়াল গ্রামে যান। ট্রাক্টরের ধাক্কায় ঈদগাহের একটি গেট ভেঙে গেলে চরগোয়াল গ্রামের লোকজন রামনগর গ্রামে গিয়ে মিরার ছেলেকে ধরে নিয়ে যেতে চান।
এসময় রামনগরের জান্নাত মোটরসাইকেল ওয়ার্কসপের মালিক জান্নাতসহ কয়েকজন বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে হৃদয় হোসেনের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে বামন্দিতে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হৃদয় হোসেনের মৃত্যুর খবর চরগোয়াল গ্রামে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী রামনগরে গিয়ে জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কসপে ভাংচুর, লটুপাট ও অগ্নিসংযোগ করে। এতে কয়েকটি মোটরসাইকেলসহ পুরো দোকান ভষ্মিভুত হয়।
খবর পেয়ে গাংনী থানার ওসি বানি ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ