ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লেভেল ক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
লেভেল ক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২ দুর্ঘটনাকবলিত অটোরিকশা

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মৃত কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

স্থানীয়রা জানায়, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসা দেখতে পায়নি চালক। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবসত অটোরিকশাটি রেললাইনের ওপরে উঠে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।