ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় ট্রাকচাপায় মো. হৃদয় হোসেন (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

নিহত হৃদয় জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের তেরগাতি গ্রামের বাসিন্দা বাবু মিয়ার ছেলে।

আটক ট্রাক চালকের নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চাবনা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চাপা দেওয়া ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।