ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পলাশে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি

নরসিংদী: নরসিংদীর পলাশের উপজেলার ঘোড়াশাল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাসেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসেদ অটোরিকশাচালক। তিনি নরসিংদী সদর উপজেলার সিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাসেদ ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তবে আহত তিন যাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

জানা গেছে, পাঁচদোনা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশে ফিরছিলেন বাসেদ মিয়া। পথে ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রী বোঝাই একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লাগে। এতে অটোরিকশা চালকসহ তিনযাত্রী সড়কে পড়ে যান। তাদের মধ্যে অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে। পরে এর চালক ও স্থানীয়রা গুরুতর আহত বাসেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পথেই মৃত্যু হয় বাসেদ মিয়ার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বাসেদ মিয়ার। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।