ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আলীকদমে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিনজন

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. ছৈয়দ আমিন (১৮) ও মো. মিনহাজ (১৮)। এরা সবাই আলীকদম উপজেলার বাজারপাড়ার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়।  

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।  

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।