ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিস্ফোরক মামলায় ১৭০ জনসহ আসামি তিন হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
ফরিদপুরে বিস্ফোরক মামলায় ১৭০ জনসহ আসামি তিন হাজার

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ, বিএনপিসহ ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ এতথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার বুড়াইচ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। লাভলু সর্দার পেশায় একজন ভ্যানচালক।

এ মামলায় বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ইকবাল জিহাদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ও ইছাপাশা গ্রামের তফসির উদ্দীন শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা  সদর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাঙচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে এবং ককটেল, হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে গ্রেপ্তার ইকবাল জিহাদের পরিবারের দাবি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে জাতীয়তাবাদী যুবদলের আলফাডাঙ্গা পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

এ মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হাসান চুন্নু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বহিষ্কৃত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. এনায়েত হোসেন, দৈনিক ঢাকা টাইমসের উপজেলা প্রতিনিধি রিয়াজ মুস্তাফিজ, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি ও আওয়ামী নেতা মো. তারিকুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল, আওয়ামী লীগ কর্মী মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলায় হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।