ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
যশোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যাচেষ্টা আহত যুবক, তৈমুর রহমান

যশোর: যশোরের চৌগাছায় তৈমুর রহমান নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চৌগাছা-চাঁদপুর সড়কের নিমতলা বাজারে এ ঘটনা ঘটে।  

আহত তৈমুর রহমান মাঠচাকলা গ্রামের জামায়াত আলীর ছেলে। তিনি চাকরি সূত্রে গোপালগঞ্জ থাকেন। একজন আত্মীয়ের বিয়ের কারণে তিনি কয়েকদিন আগে বাড়িতে আসেন বলে জানিয়েছেন স্ত্রী রানু বেগম।

রানু বেগম জানান, শুক্রবার রাত ৮টার দিকে তৈমুর নিমতলা বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। একপর্যায়ে বুকের ওপর চেপে বসে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালায়।  

তিনি আরও জানান, সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তৈমুরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় যশোর জেনারেল হাসপাতালে।  

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুর ইসলাম জানান, গুরুতর অবস্থায় তৈমুরকে যশোরে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তারা ৯৯৯ এর মাধ্যমে ঘটনার ব্যাপারে জানতে পারেন। পরে পুলিশের একটি টিম সেখানে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, তৈমুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৈমুরের লোকজন জুয়েল নামে একজনের ভাইয়ের ওপর হামলা চালিয়েছিল। তারই প্রতিশোধ নিতে জুয়েলের লোকজন এই হামলা চালিয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।