ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি (৫০মণ) জাটকা ও জাটকা বহনকারী ট্রলার জব্দ এবং জাটকার সঙ্গে ট্রলারে থাকা ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি শুক্রবার মধ্যরাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি কাঠের ট্রলার তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনকারী ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাকে এবং আটক ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।