ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নেপালি তরুণীর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলিং, যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
নেপালি তরুণীর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলিং, যুবক গ্রেপ্তার গ্রেপ্তার অভিযুক্ত যুবক

ঢাকা: নেপালি তরুণীর স্পর্শকাতর ছবি-ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে মোহাম্মদ জাবেদ ওমর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডি মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ। এ সময় তার কাছ থেকে ১টি পোকো এক্স-৩ মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।

তিনি জানান, নেপালের ইন্টারপোলের মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানতে পারে, বাংলাদেশের এক নাগরিক নেপালের রাজধানী কাঠমন্ডুর এক তরুণীর বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে ওই তরুণীর ফেসবুক বন্ধু ও আত্নীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইলিং করছেন। এর ফলে ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন।

তিনি আরও জানান, বিষয়টি  নিয়ে সাইবার মনিটরিং টিম কাজ শুরু করে ব্ল্যাকমেইলকারী মোহাম্মদ জাবেদ ওমরকে শনাক্ত করে। পাশাপাশি অনুসন্ধানে জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে আসামি পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে মাঝে মাঝে যোগাযোগ হতো। এক পর্যায়ে আসামি অসৎ উদ্দেশে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরবর্তীতে আসামি তার চাহিদা অনুসারে টাকা না পেয়ে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজনদের কাছে পাঠায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মো. আজাদ রহমান।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।