ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা জানিয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাসপাতালের দ্বিতীয় তলায় অজ্ঞাত এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি নিয়ে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিচয় শনাক্তেও পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।