ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা 

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মেন্দিপুর ও জামালপুর এলাকায় ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালীগঞ্জের মেন্দিপুর ও জামালপুর এলাকায় অবস্থিত মেসার্স ফারুক ট্রেডার্স এবং আর.এফ.এস ব্রিকস নামে দুইটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল। পরে পরিবেশ অধিদপ্তর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ওই ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে ইটভাটা দুইটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক উম্মে হাবিবা জোহরা ও স্থানীয় পুলিশ উপস্থিত ছিলেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে পরিচালনার দায়ের দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।