ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলবে ৩২ দল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলবে ৩২ দল 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার ৩২টি দল অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে প্রেস দ্য মিট আয়োজন করে তথ্যটি নিশ্চিত করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুবুল আলম মামুন, হুমায়ুন কবীর জুয়েল, বদরুল আলম শ্যামল, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।  

আয়োজকরা জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।  

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ চারজন খেলোয়াড় উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।