ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার লামা থানা

বান্দরবান: বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সরই ইউনিয়নের বমু খালের দুর্গম এলাকা থেকে তাদের যৌথবাহিনী উদ্ধার করেছে।

উদ্ধারকৃতরা হলেন- খামার মালিক মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাবেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে গভীর জঙ্গলে ফেলে চলে যায়।  

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছেন তবে খুবই ক্লান্ত। উদ্ধারকৃত শ্রমিকদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত: গত ১৪ জানুয়ারি গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তামাকের খামার বাড়িতে যায় এবং তিনটি খামার বাড়ি থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।  

এদিকে অপহরণের সংবাদ পাওয়ার পরপরই তাদের উদ্ধারে নামে যৌথবাহিনীর সদস্যরা।

** লামায় ৭ তামাক শ্রমিককে অপহরণ

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।