ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে চোরাই যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
হবিগঞ্জে চোরাই যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২  চোরাই যন্ত্রাংশসহ ডিবির হাতে গ্রেপ্তার দুজন

হবিগঞ্জ: হবিগঞ্জে ধান কাটার মেশিনের (কম্বাইন হারভেস্টার) চোরাই যন্ত্রাংশসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে কম্বাইন হারভেস্টারের প্রায় ৫ লাখ টাকা মূল্যের হাইড্রোলিক ডিস্ট্রিবিউটর ও আনলোডিং ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর এ দুজনকে কারাগারে পাঠানো হয়।  

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জ সদর উপজেলায় গোবিন্দপুরের মৃত হরমুজ আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে কালা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮)।  

ডিবি জানায়, গত ০৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা শহরের ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকার আলাই মিয়ার মুদি দোকানের সামনে থেকে যন্ত্রপাতিগুলো চুরি হয়। ঘটনার তিনদিন পর আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ পরিপ্রেক্ষিতে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি কান্দি ধরসহ একদল সদস্য শনিবার (১১ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাজুল ও সিরাজুলকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে খড়ের গাদার নিচ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করা হয়।

ওসি নন্দন কান্তি ধর আরও জানান, হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর রোববার দুপুরে তাজুল ও সিরাজুলকে আদালতে তোলা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।