ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেদের বেশে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
বেদের বেশে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে পৃথক অভিযান পরিচালনা করে হাজার ২৭৪টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. কালা মানিক (৩৬), মো. রাজিব (৪০), ও মো. স্বপন (৫৩)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বনশ্রী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কালা মানিককে বাচ্চাদের খেলনার ভেতরে লুকানো তিন হাজার ২৭৪টি ইয়াবসহ রাজিবকে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো দুই হাজার ইয়াবাসহ এবং স্বপনকে জ্যাকেটের জিপারে পলিথিনে মোড়ানো দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময়ে বাচ্চাদের খেলনা, মশারি বিক্রেতা অথবা বেদের বেশে ইয়াবা ক্রয়-বিক্রি করতো। তারা বিক্রির উদ্দেশে উদ্ধার ইয়াবা নিজেদের কাছে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।