ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
গাংনীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাপায় শিপন আলী (১৭) নামে এক কিশোর বাইক আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার খালাতো ভাই খোকন (২৩)।

 

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

অপরদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী পৌর এলাকার পল্লী বিদ্যুতের সামনে নির্মাণাধীন রাস্তায় পানি দেওয়ার ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান সংগ্রাম গুরুতর আহত হয়েছেন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান রাস্তার ওপর কয়েকটি ছাগল দেখে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় পানি ছিটানো ট্রাক পেছন দিকে যাওয়ার সময় তাকে রাস্তার ডিভাইডারের সঙ্গে ১০/২০ গজ টেনে নিয়ে যায়। এতে তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের সমস্ত মাংস খসে পড়ে।  

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেলে করে গাংনী থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সবজি বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এসময় সামনের দিক থেকে আসা অপর একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় গুরুতর আহত হন তার খালাতো ভাই খোকন।
স্থানীয়রা আহত খোকনকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।