ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগ ও ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেপ্তার ১২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
হাজারীবাগ ও ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেপ্তার ১২

ঢাকা: রাজধানীর হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছিনতাই ও ডাকাতির ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তারদের অধিকাংশই ইতোপূর্বে হত্যা ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তালিকাভুক্ত আসামি।

গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাপাতি, বিভিন্ন সময়ে ছিনতাইকৃত মোবাইল ফোন, এটিএম কার্ড ও অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়।

আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।