ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে চালের বাজারে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
কিশোরগঞ্জে চালের বাজারে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে চালের বাজারে অভিযান চালিয়ে ছয় চাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম।  

ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন-সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ারসহ অন্যান্যরা।  

কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।  

এরই অংশ হিসেবে রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বড়বাজারের চাল ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রসিদ দেখাতে না পারায় মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম।  

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, জনস্বার্থে চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।