ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতার দখলে মসজিদ-মাদরাসার জমি, মানববন্ধন এলাকাবাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
আ.লীগ নেতার দখলে মসজিদ-মাদরাসার জমি, মানববন্ধন এলাকাবাসীর

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ (প্রকাশ তাঁতীর) -এর বিরুদ্ধে মসজিদ, মাদরাসার জমি দখলের অভিযোগ এনেছেন এলাকাবাসী। এই অভিযোগ এনে এসব জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তারা।

একইসঙ্গে এলাকার সাধারণ জনগণের বিরুদ্ধে দায়ের করা ওই আ.লীগ নেতার সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে প্রকৃত দোষীর সাজার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বান্দরবানের আজিজনগর ইউনিয়নের চিউনি পাড়া ক্যাম্প বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, এতিমখানার শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ (প্রকাশ তাঁতীর) আজিজনগর ইউনিয়নের চিউনি পাড়া জামে মসজিদ, হেফজ খানা, এতিম খানা ও হাবিবিয়া ফোরকানিয়া মাদরাসার ২০ একর জমি থেকে প্রায় ৮ একর জমি দখল করে নিয়েছেন।  

বক্তারা বলেন, আব্দুর রউফের এই ভূমিদস্যূতার বিরুদ্ধে কথা বলতে গেলে তিনি বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। এছাড়া এলাকার সাধারণ জনগণসহ চিউনি পাড়া মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির বিভিন্নজনের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন নিয়মিত।  

বক্তারা আরও বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো ভূমিদস্যু আব্দুর রউফ (প্রকাশ তাঁতী) বিভিন্নভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আব্দুর রউফ জাল সনদপত্র বানিয়ে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রভাব খাটিয়ে সাধারণ জনগণের জমি দখল করে নিয়েছেন।

এ সময় বক্তারা আব্দুর রউফ (প্রকাশ তাঁতীর)-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এলাকার সাধারণ জনগণের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদ, হেফজ খানা, এতিম খানা, হাবিবিয়া ফোরকানিয়া মাদরাসার জমি কমিটির দায়িত্বে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানান।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, মাদরাসা সভাপতি মাস্টার নুরুল ইসলাম, মাদ্রাসার মোহতামিম ও মসজিদের খতিব মাওলানা জিয়াউল হকসহ চিউনি পাড়া এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।