ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২ সংগৃহীত ছবি।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় ৪ বাড়িতে ডাকাতি ও ৫টি দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

 

এদিকে আড়াইহাজারে এসব ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রদী প্রবাসী হোসেনের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের নছিমন চালক রহমানের ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও অন্যন্যা মালামাল লুটে নেয়। একই ডাকাতদল একই গ্রামে বাছেদের বাড়িতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকাসহ অন্য মালামাল লুটে নেয়।  

এর আগে ডাকাতদল রামচন্দ্রদী পশ্চিম পাড়া গ্রামের হামিদের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে ও তার মেয়ে রাশিদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে কিছু নিতে পারেনি। এদিকে রাতের কোনো এক সময় ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় ৫টি দোকানে চুরি হয়েছে।  

আব্দুল আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের সাটার ভেঙে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে তারা দাবি করেছেন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।