ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার গ্রেপ্তার আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য

নওগাঁ: নওগাঁয় মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।  

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ী তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ ডিসেম্বর বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ১ ভরি ৬ আনা ২ রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জড়িত চোরদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দেওয়া তথ্য ভিত্তিতে চুরি যাওয়া ১ ভরি ৬ আনা ১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ৮ আনা ৫ পয়েন্ট ওজনের চেইন, ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের চেইন ও চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি চুরি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।