ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: মাহিন সরকার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: মাহিন সরকার বৈষম্যবিরোধীদের সমাবেশে ছাত্র-জনতার ঢল নামে (ইনসেটে মাহিন সরকার)। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এতে উপস্থিত আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, আহবায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

মাহিন বলেন, বর্তমান সংবিধান বাঙালি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। সে সংবিধান বাতিল করতে হবে। গোপালগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে, প্রশাসন এখনে নীরব।

এ সময় জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর গুলি করার বিভিন্ন ভিডিও থাকার পরও কেন হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন করেন তিনি।

সমন্বয়ক রিফাত রশীদ বলেন, গণঅভ্যুত্থানের ৫ মাসেও হাসিনার বিচার হয়নি। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

সমাবেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত, সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা ও জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার বিষয়ে স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।