ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।  

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহরের ছনকান্দা এলাকার এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫) ও দশম শ্রেনির ছাত্র রাহি (১৬)। বাকি একজন ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন (১৫)। নিহত তিনজনই মামাতো, ফুপাতো ভাই।  

নিহতের স্বজনরা জানান, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় পাঁচজন। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছে তিন ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ডুবুরি নামিয়ে দেওয়া হয়। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরপর তিনটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

জামালপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠনসহ শোকাহত স্বজনদের সহায়তা করা হবে। একই বাড়িতে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।